লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় স্কুল বাসে গুলি, হামলাকারীরা মৃত্যু

ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে একটি স্কুলবাসে বন্দুক হামলা করে এক আততায়ী। পরবর্তীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ওই হামলাকারীর মৃত্যু হয়। বুয়েনা পার্ক পুলিশ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বুয়েনা পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টায় অরেঞ্জট্রপ এবং ওয়েস্টার্ন অ্যাভিনিউ এর কাছে এক ব্যক্তি স্কুল বাসের উপর গুলি ছোঁড়ে। ঘটনাটি তৎক্ষনাৎ বুয়েনা পার্ক এলাকায় দায়িত্বরত অফিসারের দৃষ্টিগোচর হয়। পুলিশ জানায়, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্কুল বাসে শুধুমাত্র চালক ও একজন শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, গুলি ছোঁড়ার পরপরই ওই ব্যক্তিকে ধাওয়া করে পুলিশ। হামলাকারী গাড়ি করে পালিয়ে গেলে পুলিশও পিছু নেয়। পরবর্তীতে বুয়েনা পার্ক স্কুল ডিস্ট্রিক্ট বিল্ডিং এর কাছে হামলাকারীকে ঘিরে ফেলে আত্মসমর্পণের আহবান জানায় পুলিশ৷ আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় দুইজন পুলিশ অফিসার গুলি ওই ব্যক্তির উপর গুলি ছোঁড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই স্থান থেকে একটি বন্দুক উদ্ধার করে পুলিশ। বুয়েনা পার্ক পিডি ক্যাপ্টেন ফ্রাংক নুনেস বলেন, 'এটি আরো ভয়ানক ঘটনা হতে পারতো। সৌভাগ্যক্রমে আমাদের অফিসার সঠিক সময়ে সঠিন স্থানে উপস্থিত ছিলেন এবং কার্যকরী ভূমিকা নিতে পেরেছেন। এখন পর্যন্ত হামলাকারীর নাম-ঠিকানা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম