লস এঞ্জেলেস

দাবদাহ চলবে, রাজ্যজুড়ে বাড়লো ফ্ল্যাক্স অ্যালার্টের সময়সীমা

ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে আসন্ন কয়েকদিনই টানা দাবদাহ বয়ে যাবে। তাই বুধবারের পর বৃহস্পতিবারেও জারি থাকবে ফ্ল্যাক্স অ্যালার্ট৷ ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর কর্পোরেশন (আইএসও) এক জরুরি বিবৃতিতে এই সতর্কতা জারি করেছে। এর মানে বিকেল চারটা থেকে নয়টা পর্যন্ত যতো বেশি সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের আহবান জানানো হয়েছে। এর কারণ স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। ফ্লেক্স এলার্ট জারি হওয়ার আগে যা করবেন- ১) থার্মোস্টেট কমিয়ে ঘরের তাপমাত্রা শীতল করে নিন। ২) দরজা-জানালার পর্দা ব্যবহার করুন। ৩) ভারি বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখুন। ৪) বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রিক পণ্য চার্জ দিয়ে রাখুন। ৫) সোলার এনার্জি ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চার্জ করুন। ফ্লেক্স এলার্ট জারি হওয়ার পর যা করবেন না- ১) থার্মোস্ট্যাট ৭৮ ডিগ্রি বা তার নিচে সেট করবেন না। ২) ডিস ওয়াশার, ওয়াশিং মেশিন ও ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার করুন। ৩) অপ্রয়োজনীয় সকল বাতি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন। ৪) এসির পরিবর্তে ফ্যান ব্যবহার করুন। ৫) যে কোনো ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করুন। এলএবাংলাটাইমস/ওএম