লস এঞ্জেলেস

'সকল ফেডারেল কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করছেন বাইডেন'

যুক্তরাষ্ট্রের সকল ফেডারেল কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি কন্ট্রাক্টরদের টিকা গ্রহণের ব্যাপারে নির্দেশনা জারি করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউজের সাথে সংশ্লিষ্ট এক সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। জুলাই মাসে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে সকল ফেডারেল ওয়ার্কারদের টিকা নিতেই হবে কিংবা নিয়মিত করোনা পরীক্ষা করাতে হবে। সেই সাথে আরো সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং অফিস ট্রাভেলে সতর্ক থাকতে হবে। সূত্রটি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) একটি নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল ওয়ার্কার এবং কন্ট্রাক্টরদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করবেন। সূত্র জানায়, টিকাদান কর্মসূচির আওতায় ডিপার্টমেন্ট অব ডিফেন্স, দ্য ডিপার্টমেন্ট অব ভেটেরান অ্যাফেয়ার্স, দ্য ইন্ডিয়ান হেলথ সার্ভিস অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট তাদের ২ দশমিক ৫ মিলিয়ন কর্মীর টিকাদান নিশ্চিত করবে। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান যে বৃহস্পতিবার এক বিবৃতির পর প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে আরো মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে তা নিয়ে পরিকল্পনা করবেন। সেই সাথে যারা টিকা গ্রহণ করেছেন তাদের সুরক্ষা কীভাবে আরো বাড়ানো সম্ভব হবে ও শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে দ্রুত খোলা রাখা সম্ভব হবে, সেসব নিয়ে পরিকল্পনা সাজাবেন। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, এখন পর্যন্ত ৫৩ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, যা মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬ লাখ ৫১ হাজার মার্কিনী। এলএবাংলাটাইমস/ওএম