লস এঞ্জেলেস

পাঁচ থেকে এগারো বছর বয়েসী শিশুদের টিকা আসবে অক্টোবরে

চলতি বছরের অক্টোবরের শেষ দিকে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের তৈরি করোনা টিকা অনুমোদন পেতে পারে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট দুই শীর্ষ কর্মকর্তা এই কথা জানান। সূত্র জানায়, ফাইজার ও বায়োএনটেকের সম্মিলিত টিকাটি অক্টোবরের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটা যথাযথ উপস্থাপন করতে পারবে। এরপর শিশুদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এরপর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদন চাইবে প্রতিষ্ঠানটি৷ এরপর তিন সপ্তাহের মধ্যে এফডিএ পর্যালোচনা করে দেখবে যে টিকাটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকরি কী না। সাম্প্রতিক সময়ে ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে শিশুদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। এছাড়া স্কুলগুলোও খুলে দিচ্ছে। ফলে শিশুদের জন্য টিকা বেশ জরুরি হয়ে উঠেছে। শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি জানান, মডার্নার তৈরি ৫ থেকে ১১ বছর বয়েসীদের জন্য করোনার টিকা নভেম্বরে অনুমোদনের জন্য তথ্য উপস্থাপন করতে পারে। এলএবাংলাটাইমস/ওএম