লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দাবানল, বন্ধ একাধিক ফ্রিওয়ে

ক্যালিফোর্নিয়া রাজ্যের কাসটাইকের দক্ষিণে ফ্রিওয়ের পাশে দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলে ৩৯২ একর জমি পুড়ে গেছে। এখন পর্যন্ত আকাশে কালো ধোঁয়ার বলয় উড়ে যাচ্ছে। এছাড়া দাবানলের প্রভাবে ফাইভ ফ্রিওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। দাবানলে বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফাইভ ফ্রিওয়ের কাছে টেম্পলিন হাইওয়েতে বিকাল ৪টার আগে 'দ্য রুট ফায়ার' খ্যাত দাবানলের সূত্রপাত হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ দাবানলের পর থেকেই ভিস্তা ডেল লাগো রোডের সাউথবাউণ্ড ফাইভ এবং টেম্পলিন হাইওয়ের নর্থবাউণ্ড ফাইভ বন্ধ করেছে। দাবানলটি প্রথম ৫ একর পর্যন্ত ছিল কিন্তু দুই ঘণ্টার ব্যবধানে ৫০ একর জমি পুড়ে যায়। পরে ১৪০ একর জমি পুড়বে বলে ধারণা করা হলেও খুব দ্রুতই ৩৯২ একর জমি পুড়ে যায়। সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আগুন একদমই নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে দুই দমকল কর্মী আহত হয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম (বিস্তারিত আসছে)