লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে করোনায় দ্বিতীয় শিশুর মৃত্যু

অরেঞ্জ কাউন্টিতে করোনায় পাঁচ বছরের কম বয়েসী দ্বিতীয় এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সি জানায়, গত মাসে শিশুটি করোনায় মারা যায়। শিশুটির বয়স ছিল ৫ বছর ও তার অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যা ছিল। অরেঞ্জ কাউন্টির পাবলিক হেলথ অফিসার ড. ক্লায়টন চাও বলেন, 'এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভাইরাসের কাছে শিশু কিংবা বৃদ্ধ কোনো বিষয় নয়। আরো নবীন কোনো প্রাণহানির আগেই আমাদের এই মহামারি রোধ করতে হবে'। শিশুটির মৃত্যু সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশ করা হয়। নাম-ঠিকানা, লিঙ্গ ও প্রকৃত বয়সও প্রকাশ করা হয়নি। অরেঞ্জ কাউন্টিতে করোনায় এটি দ্বিতীয় শিশু মৃত্যুর ঘটনা। এর আগে গত বছর আগস্টে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছিল, ওই শিশুটির বেশ শারীরিক জটিলতা ছিল। গত মাসে লস এঞ্জেলেস কাউন্টিতে বারো বছরের নিচে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে। অরেঞ্জ কাউন্টির ডেপুটি হেলথ অফিসার ড. রেজিনা চিনসিও-খোং বলেন, 'এটি আমাদের মনে করিয়ে দেয় করোনায় যে কোনো বয়েসী ব্যক্তির মৃত্যু হতে পারে'। চলতি বছরের অক্টোবরেই ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের তৈরি করোনা টিকা অনুমোদন পেতে পারে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট দুই শীর্ষ কর্মকর্তা এই কথা জানান। সূত্র জানায়, ফাইজার ও বায়োএনটেকের সম্মিলিত টিকাটি অক্টোবরের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটা যথাযথ উপস্থাপন করতে পারবে। এরপর শিশুদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এরপর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদন চাইবে প্রতিষ্ঠানটি৷ এলএবাংলাটাইমস/ওএম