লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, নিয়ন্ত্রণে আসেনি একটুও

ক্যালিফোর্নিয়ার কাসটাইকের ফাইভ ফ্রিওয়ের কাছে শুরু হওয়া দাবানলের কিছুই এখনো নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের সৃষ্ট কালো ধোঁয়ায় ওই অঞ্চলের আকাশ কালো হয়ে গেছে ও ফ্রিওয়েটি বন্ধ রাখা হয়েছে। দ্য অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট সূত্র জানায়, এখন পর্যন্ত দাবানলে ৪৫৪ একর জমি পুড়ে গেছে। রাতজুড়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৪টায় টেম্পলিন হাইওয়ের কাছে দ্য রুট ফায়ার খ্যাত এই দাবানলটির সূত্রপাত হয়। দ্য অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট সূত্র জানায়, আজকে এয়ারক্রাফট ইউনিট এবং গ্রাউণ্ড ইউনিট সরাসরি আগুনের কাছে যেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করবে। আগুনটি শুরুতে পাঁচ একর জমি গ্রাস করলেও দুই ঘণ্টার ব্যবধানে ৫০ একর জমি পুড়ে যায়। পরে ধারণা করা হয় এটি ১৪০ একর জমি পুড়বে। সূত্র জানায়, এই আগুনে দুইজন দমকলকর্মী পুড়ে আহত হয়েছে। সেই সাথে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সাময়িকভাবে ভিস্তা দেল লাগো রোডের ফাইভ ফ্রিওয়ে সাউথবাউণ্ড এবং টেম্পলিন হাইওয়ের নর্থবাউণ্ড লেন বন্ধ করে দেয়। পরে রাত ৯টার পর দুইটি লেনেই চালু করে দেওয়া হয়। তবে কখন পুরোপুরি ফ্রিওয়েটি খুলে দেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম