লস এঞ্জেলেস

শেষ মুহুর্তের প্রচারণায় বাকযুদ্ধে নিউসাম-এল্ডার

রিকল নির্বাচনের দ্বারপ্রান্তে এসে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং অন্যতম প্রধান প্রতিপক্ষ ল্যারি এল্ডার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রবিবারের (১২ সেপ্টেম্বর) প্রচারণায় বাকযুদ্ধে লিপ্ত হোন নিউসাম-এল্ডার। একজন অপরজনের মতাদর্শ ও বিভিন্ন ইস্যুর বিষয়ে চিন্তা-ভাবনা নিয়ে সমালোচনা করেন ও ভোটারদের ভোট দিতে আহবান করেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রিকল নির্বাচনের চূড়ান্ত পর্দা নামবে। সোমবার গভর্নর নিউসানের পক্ষ হয়ে লং বিচে প্রচারণায় নামার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এর। নিউসাম রোববার ইউএস সিনেটর অ্যালেক্স পাডিল্লার সাথে সান ভ্যালিতে নির্বাচনী র‍্যালি করেন। কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাডিল্লা তাঁর স্থলাভিষিক্ত হোন। নিউসাম র‍্যালিতে ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনকে সহজভাবে না নিতে আহবান করেন। পাশাপাশি এল্ডার এর বেশ কিছু ভাবাদর্শ নিয়েও সমালোচনা করেন। নিউসাম বলেন, 'এল্ডার ন্যুনতম মজুরি নির্ধারণের বিপক্ষে। তিনি বিশ্বাস করেন কর্পোরেট ট্যাক্সের প্রয়োজন নেই। সেই সাথে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান'। অপরদিকে ল্যারি এল্ডার লস এঞ্জেলেস এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। তাঁর সমর্থনে ছিলেন অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট রোজ ম্যাকগোয়ান। এল্ডার বলেন, 'নিউসাম গভর্নর ক্ষমতার অপব্যবহার করছেন৷ তিনি রিপাবলিকানদের দোহাই দিয়ে রিকল নির্বাচনের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। তিনি অপরাধ, গৃহহীন এসব বিষয়ে কোনো কিছুই করছেন না'। ইতোমধ্যে রিকল নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আর্লি ভোটিং সেন্টারে মেইল-ইন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ গত সপ্তাহে লস এঞ্জেলেসসহ কিছু স্থানে এক-তৃতীয়াংশ ভোট প্রদান শেষ হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ও সোমবার কয়েক শত আর্লি ভোটিং সেন্টার এবং ড্রপঅফ সাইট খোলা হয়েছে। রিভারসাইড কাউন্টিতে ১৪৪টি আর্লি ভোটিং সেন্টার স্থাপন করা হয়েছে। রিভারসাইডের বাসিন্দারা এসব আর্লি ভোট সেন্টারে এসে ভোট প্রদান করছেন৷ ভোটদানকারী এক ব্যক্তি বলেন, 'আমি আমার কন্ঠ জানাতে চাই। আমি এখানে বাস করি। এটি আমার পরিবার ও জীবনের বিষয়'। নির্বাচনের দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট এর পোলিং খোলা থাকবে। যারা লাইনে থাকবেন তারা পোল বন্ধ হওয়ার পরেও ভোট দিতে পারবেন। এলএবাংলাটাইমস/ওএম