লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আজ রিকল নির্বাচন: ভোট দিতে যা জানা প্রয়োজন

ক্যালিফোর্নিয়াজুড়ে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চলছে রিকল নির্বাচন। নির্বাচনে গেভিন নিউসাম পরাজিত হলে তাঁকে গভর্নর পদ থেকে সরে যেতে হবে। সকাল ৭টা থেকে রাজ্যজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। রাত ৮টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ভোটাররা চাইলে তাদের মেইল-ইন ব্যালট যে কোনো ভোটকেন্দ্র বা ব্যালট ড্রপ বক্সে জমা দিতে পারবে। তবে সেটি অবশ্যই রাত ৮টার আগে জমা দিতে হবে। কেউ যদি মেইলের মাধ্যমে ব্যালট জমা দেন, তবে সেখানে অবশ্যই মঙ্গলবারের মধ্যে পোস্টমার্ক থাকতে হবে। ব্যালট ড্রপ-অফ বক্সের স্থানসমূহ জানতে ভিজিট করুন- https://caearlyvoting.sos.ca.gov/ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা অনলাইনে তাদের নিজ নিজ পোলিং প্লেস বা ভোটকেন্দ্র জানতে ভিজিট করুন- http://www.sos.ca.gov/elections/polling-place অথবা কল করুন- 800-345-8683 নাম্বারে বা Vote লিখে ম্যাসেজ করুন- 468683 লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারাও অনলাইন সেবার মাধ্যমে ভোটকেন্দ্রের স্থান ও অপেক্ষমান সময় যাচাই করতে পারবেন এই ঠিকানায়-  https://locator.lavote.net/locations/vc?id=4278&culture=en রাজ্যের কিছু নির্ধারিত স্থানে সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতি কাউন্টিতে নির্বাচনের অন্তত চারদিন আগে এক বা একাধিক স্থানে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া যেসব বাসিন্দা আগস্টের ৩০ তারিখ সর্বশেষ রেজিস্ট্রেশন করতে পারেননি, তারাও নির্বাচনের দিন পোলিং প্লেস বা ভোটকেন্দ্রে রেজিস্ট্রেশন করে ভোট প্রদান করতে পারবেন। ক্যালিফোর্নিয়ায় এটি আইন করে দেওয়া আছে। শর্তসাপেক্ষ রেজিস্ট্রেশনের পর বাসিন্দাদের ভোট প্রভিশনাল ব্যালট হিসেবে গ্রহণ করা হবে। পরে ভোট গণনার আগে রেজিস্ট্রেশন ভ্যারিফিকেশন করা হবে। যেই পদ্ধতিতেই আপনি ভোটদান করুন, সেই ভোট ট্র‍্যাকিং করার পদ্ধতি জারি রেখেছে ক্যালিফোর্নিয়া রাজ্য। ভোট ট্র‍্যাক করতে ভিজিট করুন- https://california.ballottrax.net/voter/ নির্বাচন বা ভোটদান সম্পর্কে যে কোনো তথ্য জানতে ভোটার হটলাইনের 800-345-8683 এই নাম্বারে ফোন দিন। এছাড়া নির্বাচন সম্পর্কে আরো বিশদ তথ্য জানতে ভিজিট করুন-  https://www.sos.ca.gov/elections/upcoming-elections/2021-ca-gov-recall এলএবাংলাটাইমস/ওএম