লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার রুট ফায়ার, ক্ষতিগ্রস্থ ৪৬২ একর জমি

তীব্র খরতাপে অতিষ্ঠ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। এরই মধ্যে ক্যাস্টিয়াকের নিকট রুট ফায়ারের সাথে মোকাবিলায় ব্যস্ত ছিলো দাবানল কর্মীরা। শনিবার বিকালে ৫নং ফ্রি-ওয়ের নিকট রুট ফায়ার নামক দাবানলটির সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা পুরো ফ্রি-ওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে। ফরেস্ট সার্ভিসের মুখপাত্র জন মিলার বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ইউনিট জানায় যে আগুন ৫নং ফ্রি-ওয়ের পশ্চিম দিকেও ছড়িয়ে পড়েছিলো। যার ফলে আগুনটি দ্বিমুখী হয়ে পড়ে।‘ দাবানলটি ৪৬২ একর জায়গা ধ্বংস করে দেয়। সোমবারের মধ্যে দাবানলটির ৬৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিলো। শনিবারে সিএইচপি দাবানলটির কারণে ৫নং ফ্রি-ওয়েটি বন্ধ করে দিতে বাধ্য হয়।সিএইচপি সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রি-ওয়েটির অধিকাংশ অংশ খুলে দেয়। কর্মকর্তারা জানায়, দাবানলটির কারণে কিছু সংখ্যক ভবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। কিন্তু এখনো কোন স্থানান্তরের আদেশ দেওয়া হয়নি। এদিকে, অঞ্চলটি পুরো সোমবার জুড়ে দাবানলের তাণ্ডব দেখা গিয়েছে। দাবানলের কারণে ভ্যালী, পর্বত ও মরু অঞ্চলগুলোতে ১০০  ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ করা যায়। যার কারণে দাবানলগুলোর আকার বৃদ্ধি পেতে পারে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ