লস এঞ্জেলেস

রিকল নির্বাচন: নিউসামই থাকছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনে জয় লাভ করেছেন গভর্নর গেভিন নিউসাম। ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে ভোটাররা তাঁকে বেছে নিয়েছেন। রিকল নির্বাচনে বেশ দাপুটে জয় পেলেন নিউসাম। ভোট পোল বন্ধ হওয়ার পর ৫৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। সেখানে 'না' ভোট ২-১ মার্জিনে এগিয়ে রয়েছে। গেভিন নিউসামকে রিকল করার পক্ষে না ভোট পরেছে ৫৪ লাখ ১৮ হাজার ৪১৪টি বা ৬৭ শতাংশ। হ্যাঁ ভোট পরেছে ২৬ লাখ ৮৭ হাজার ৪৯টি বা ৩৩ শতাংশ। নিউসামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ল্যারি অ্যাল্ডার ভোট পেয়েছেন ১৮ লাখ ৬৩ হাজার ৯৪৭টি বা ৪৩ শতাংশ। ডেমোক্রেটিক রাজনীতিবিদ গভর্নর গেভিন নিউসাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠতম ও ক্যালিফোর্নিয়ার ২তম যাকে রিকল নির্বাচনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিন বছর আগে বড় জয় পেয়ে গভর্নর নির্বাচিত হোন তিনি। এলএবাংলাটাইমস/ওএম