লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের ইনডোর পানশালায় দেখাতে হবে টিকার সনদ

লস এঞ্জেলেস কাউন্টির ইনডোর পানশালা, নাইটক্লাব ও লাউঞ্জের কর্মী ও আগত কাস্টমারদের দেখাতে হবে করোনা টিকার সনদ। এই সপ্তাহ শেষে কাউন্টি হেলথ কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করবেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বিষয়টি জানান। পৃষ্ঠপোষক ও কর্মীদের আগামী অক্টোবর মাসের ৭ তারিখের মধ্যে টিকার এক ডোজ এবং নভেম্বর ৪ তারিখের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে বলে জানান ড. বারবারা ফেরের। এই নির্দেশনাটি জোরালোভাবে মানতে অনুরোধ করা হয়েছে তবে রেস্টুরেন্টের ইনডোর স্থানে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক নয়। এই নির্দেশনার আওতায় কোনো আউটোডোর মেগা ইভেন্ট যেসব স্থানে ১০ হাজার বা এর বেশি মানুষের সমাগম হতে পারে, সেসব স্থানের সকল আগত অতিথি, কর্মীসহ সকলকে করোনা সনদ কিংবা ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ ফলাফল দেখাতে হবে। কাউন্টি বোর্ড অব সুপারভাইজারদের বারবারা ফেরের বলেন, 'করোনার সংক্রমণ কমানোর জন্য ও টিকাদান কার্যক্রম বাড়াতে এই নির্দেশনা জারি করা হয়েছে'। এলএবাংলাটাইমস/ওএম