লস এঞ্জেলেস

এক সাপের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তর ক্যারোলিনার হাজারো মানুষ!

একটি সাপের কারণে সাবস্টেশনে আগুন লেগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে উত্তর ক্যারোলিনার পুরো শহর এবং আশেপাশের এলাকা। উত্তর ক্যারোলিনা সাবস্টেশন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ডিউক এনার্জি জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাবস্টেশনে একটি সাপ বৈদ্যুতিক সরঞ্জামের সংস্পর্শে আসলে সেখানে আগুন ধরে যায়। এর ফলে ডেন্টনের ১ হাজার ৪০০ গ্রাহক ও আশেপাশের এলাকার আরো অনেক গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলো।  ডিউক এনার্জির মুখপাত্র জেফ ব্রকস বলেন, ‘এই এলাকার বৈদ্যুতিক গ্রিডগুলো উন্নত করার জন্য এটি একটি প্রধান কারণ। আমরা প্রায়ই ভাবি যে ঝড় ও গাছ-পালার কারণে বৈদ্যুতিক বিভ্রাট দেখা যায়। কিন্তু বৈদ্যুতিক পোলগুলোতে গাড়ির আঘাত ও সরঞ্জামের কাঠবিড়ালী, সাপের মত প্রাণী প্রবেশ করার কারণে অধিকাংশ বৈদ্যুতিক বিভ্রাট ঘটে।‘ ডেন্টন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে আগুনের কারণে সাবস্টেশনে অনেক ক্ষতি হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট একটি ফেসবুক পোস্টে বলে, ‘ডিউক স্টেশনের আগুন নিভিয়ে ফেলা হয়েছে তবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে আরো সময় লাগবে। কিছু গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ অন্য একটি সাবস্টেশনের মাধ্যমে চালু করা হবে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ