লস এঞ্জেলেস

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: তদন্তে মিথ্যা বলার অভিযোগ ক্লিনটনপন্থী আইনজীবীর বিরুদ্ধে

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত কর্মকর্তারা ক্লিনটন প্রচারণা দলের সদস্য এক বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে 'মিথ্যা বলার' অভিযোগ এনেছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে এই অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের নাম মাইকেল সুসম্যান। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে তিনি হিলারি ক্লিনটনের হয়ে কাজ করা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন। তবে সুসম্যানের উকিলরা দাবি করেন যে তিনি কোন অপরাধ করেননি। ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে প্রাক্তন প্রসিকিউটর জন ডারহ্যামের নেতৃত্বে এই তদন্ত শুরু করে। ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় সরকার আইনগত ও যথাযথভাবে কাজ করেছে কী না তা অনুসন্ধান করার দায়িত্ব ডারহ্যামকে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সমর্থকরা প্রায়শই এফবিআই এবং বিচার বিভাগের বিরুদ্ধে ২০১৬ সালের প্রচারণা অবৈধভাবে পর্যবেক্ষণের অভিযোগ করে থাকে। বৃহস্পতিবারে (১৬ সেপ্টেম্বর) ডারহ্যামের দল অভিযোগ করে যে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুসম্যান প্রাক্তন এফবিআই জেনারেল কাউন্সিল জেমস বেকারের সাথে সাক্ষাৎ করে ও তাঁকে মিথ্যা তথ্য দেয়। প্রসিকিউটররা বলেন যে সুসম্যান হিলারি ক্লিনটনের সাথে সম্পর্ক গোপন রেখে মিথ্যা বলেছেন। সুসম্যানের দেওয়া তথ্যনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি রাশিয়ান কোম্পানির সম্পর্ক আছে। তথ্যটি পরে মিথ্যা প্রমাণিত হয়। বেকার জানান যে তাকে মিথ্যা ধারণা দেওয়া হয়েছিলো যে সুসম্যান একজন সাধারণ নাগরিক ছিলেন এবং নির্বাচনের অংশগ্রহণকারী কারো সাথে তাঁর কোন সম্পর্ক ছিলো না। সুসম্যানের অ্যাটর্নিরা একটি বিবৃতিতে বলেছে যে সুসম্যান কোন প্রকার অপরাধ করেননি। বিবৃতিতে বলা হয়েছে, ‘এখানে যে কোন মামলা ভিত্তিহীন এবং এই মামলা ডিপার্টপমেন্ট অফ জাস্টিসকে ভুলপথে নিয়ে যায়।‘ ‘আমরা আশাবাদী যে সুসম্যান অবশ্যই মামলায় জিতবেন।‘ তদন্তটি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাক্তন এফবিআই ডিরেক্টর রবার্ট মুলারের নেতৃত্বে করা হয়েছিলো। ট্রাম্পের প্রচারণা দল ও মস্কোর মধ্যে যোগসাজশ চলছে বলে অভিযোগ করা হয়েছিলো। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়া গেলেও মুলার ৩০ জনের অধিক ব্যক্তিকে মিথা বলার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ