লস এঞ্জেলেস

কেঁপে উঠলো লস এঞ্জেলেস, ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

লস এঞ্জেলেস কাউন্টির কারসন এলাকায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর ফলে পুরো লস এঞ্জেলেস রিজিওন কেঁপে উঠেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানায়, সান ফার্নান্দো ভ্যালি, অ্যান্টিলোপে ভ্যালি, ভেনচুরা কাউন্টি, অরেঞ্জ কাউন্টি এবং সান দিয়েগোর দক্ষিণে এই ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে যায়। শুক্রবার রাত ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি কারসন অঞ্চলে আঘাত হানে। এর গভীরতা ছিল ৯ মাইল। এটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের মতো অনুভূত হলেও পরে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পন মাপা হয়। স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং এর আশেপাশের এলাকা প্রকটভাবে কেঁপে উঠে। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, শপিংমলের জিনিসপত্র ও লাইব্রেরির তাঁক থেকে বইপত্র পরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ ঘটেনি। ভূমিকম্পের পরপরই লস এঞ্জেলেসের প্রবাসী বাঙ্গালিরা তাৎক্ষণিক নিজ নিজ সামাজিক মিডিয়ায় আতঙ্কমিশ্রিত অনুভূতির কথা পোস্ট করেছেন। অনেকে লিখেছেন, তাদের বাসভবন মারাত্মকভাবে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পর থেকেই প্রবাসী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূকম্পনবিদ লুসি জোনস এই ভূমিকম্পের ঘটনাটকে লস এঞ্জেলেস বেসিনের জন্য খুবই মামুলি বলে আখ্যা দেন। তিনি বলেন, 'এই মাত্রার ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই'। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টে সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে ভবনগুলোর উপর সার্ভে করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস সূত্র জানায়, ১১টা ৬ মিনিটের দিকে ৩ মাত্রার আফটারশক ভূকম্পন অনুভূত হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম