লস এঞ্জেলেস কাউন্টির দাবানল বিভাগের ৫০০ জন কর্মী লস এঞ্জেলেস শহরের বিরুদ্ধে মামলা করেছে যাতে শহরের কর্মীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক না করা হয়।
এলএ সিটি কাউন্সিল গত মাসেই একটি আদেশ দিয়েছে যার কারণে প্রত্যেক প্রশাসনিক কর্মচারীকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে। শুক্রবার ( ১৭ আগস্ট) ৫২৯ জন দমকল কর্মী ‘firefighters4freedom’ নামক একটি অলাভজনক সংস্থা তৈরি করেছে ও শহরের বিরুদ্ধে মামলা করছে। এর পূর্বে লস এঞ্জেলেস পুলিশ অফিসাররা এই আদেশের বিরোধীতা করে মামলা করেছিলো।
দমকল কর্মীরা বাধ্যতামূলকভাবে টিকাগ্রহণের আদেশকে অস্থায়ীভাবে স্থগিত করতে চান। তাঁরা জানান, আদালতে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও শুনানির পর তাঁরা পদক্ষেপ নেবেন।
মার্কিন আমেরিকায় ব্যবহারের জন্য অনুমোদিত টিকা নিরাপদ ও করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। তবুও, টিকার বিরুদ্বে এন্টি- ভ্যাক্সিন আন্দোলন গড়ে উঠেছে।
রবার্ট এফ কেনেডি জুনিয়র, সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির পুত্র ও একজন বিখ্যাত এন্টি-ভ্যাকসিন এক্টিভিস্ট। উক্ত দমকল কর্মীদের তিনি এটর্নি হিসেবে কাজ করছে।
আদালত ৫২৯জন দমকল কর্মীর তালিকা তৈরি করছে যারা বাধ্যতামূলকভাবে টিকাগ্রহণের বিরোধিতা করেছে। এর মধ্যে ক্যাপেটন ক্রিশ্চিয়ান গ্রানুচ্চি অন্যতম। গত মাসে গ্রানুচ্চির তৈরিকৃত একটি টিকা বিরোধী ভিডিও ভাইরাল হয়েছিলো।
ভিডিওতে, গ্রানুচ্চি আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ও এইধরণের সিদ্ধান্তকে ‘স্বৈরাচারী’ হিসেবে চিহ্নিত করেন।
গ্রানুচ্চি বলেন, ‘আমরা লস এঞ্জেলেস শহরের নিকট লড়াই নিয়ে যাবো।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ