লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে ক্রমশই কমছে করোনা আক্রান্তের হার

লস এঞ্জেলেস কাউন্টিতে রবিবার পুনরায় হ্রাস পেলো করোনা রোগীর সংখ্যা। রবিবারে কাউন্টিতে ১ হাজার ৫৩ জন করোনা রোগী পাওয়া গিয়েছে। শনিবারে এই সংখ্যা ছিলো ১ হাজার ৭০। আইসিইউতে থাকা রোগীর সংখ্যাও ৩২৪ থেকে হ্রাস পেয়ে ৩১০ এসে দাঁড়িয়েছে। শনিবারে টেস্ট পজিটিভিটির হার ছিলো ১ দশমিক ৩ শতাংশ। শনিবারে কাউন্টিতে করোনার কারণে ২৯ জনের মৃত্যু ঘটেছে। শনিবারের সংখ্যা নিয়ে কাউন্টিতে সর্বমোট ১৪ লাখ ৪২ হাজার ৮০৮ জন করোনা আক্রান্ত হয়েছে ও ২৫ হাআজ্র ৮২৮জন ব্যক্তি করোনার কারণে মৃত্যুবরণ করেছেন। শনিবারে রিপোটকৃত ২৯জন মৃতব্যক্তিদের মধ্যে ৩ জনের বয়স ৮০ এর অধিক, নয়জনের বয়স ৬৫ থেকে ৭৯ এর মধ্যে, ৭ জনের বয়স ৫০ থেকে ৬৪ এর মধ্যে ও বাকি ৭ জনের বয়স ৪৯ এর নিচে ছিলো। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার কারণে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ শতাংশ ব্যক্তিই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার জানান যে কাউন্টিজুড়ে ছড়িয়ে থাকা টিকাগ্রহণের কেন্দ্রগুলোর কারণে আমরা আশা করছি যে মানুষ আগের চেয়ে বেশি সচেতন হবে ও টিকাগ্রহণ করবে। পূর্বের চেয়ে বেশি উদ্যমে কাজ করতে হবে।সংক্রমণের উচ্চহার এটি দেখায় যে এখনো অনেক জায়গায় টিকার স্ক্রিনিং ও কাভারেজ কম। ফেরার আরো জানান যে তাঁর বিভাগ বুস্টার শট দেওয়ার জন্য প্রস্তুত আর বয়স্কদের জন্য বুস্টার শট নির্ধারিত হওয়ায় তিনি অবাক হননি। একটি অনলাইন ব্রিফিং এ ফেরার জানান যে কাউন্টি জুড়ে ১ হাজার ৩০০ টিকাগ্রহণ কেন্দ্র আছে ও প্রতিদিন ১ লাখ ৩০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ