লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া থেকে নিখোঁজ দুই শিশু, খুঁজে পেতে সাহায্য কামনা

ক্যালিফোর্নিয়ার আল্টাডেনা থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে দুইটি শিশু নিখোঁজ হয়েছে। তাদের খুঁজে পেতে জনসাধারণের সাহায্য কামনা করেছেন তার পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী। শেরিফ ইনফরমেশন ব্যুরোর ডেপুটি ইভা জিমেনেজ জানান, আল্টাডেনা থেকে ইভান মলিনা (১১) এবং জনি মারটেল (১২) নামের দুইটি শিশু হারিয়ে গেছে। তাদের সর্বশেষ চার্লস ডব্লিউ ইলিয়ট আর্টস ম্যাগনেট অ্যাকাডেমির কাছে লেক অ্যাভিনিউ এর ২১০০ ব্লকে সকাল ১১টায় দেখা গেছে। ইভান হিস্প্যানিক বংশোদ্ভূত। তার উচ্চতা ৫ ফুট এবং ওজন আনুমানিক ১৬২ পাউন্ড। তার চুল ও চোখের রঙ বাদামি। সর্বশেষ তাকে কালো টিশার্ট ও ধূসর শর্টস পরিহিত অবস্থায় দেখা গেছে৷ তার কাঁধে কালো ব্যাগ ঝুলানো ছিল। জনি একজন শ্বেতাঙ্গ। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ২০৭ পাউন্ড৷ তার চোখের ও চুলের রঙ বাদামি। সর্বশেষ তাকে কালো শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। কোনো বাসিন্দা যদি নিখোঁজ ছেলে দুইটিকে দেখে থাকে তাহলে শেরিফ ডিপার্টমেন্টের মিসিং পারসন ইউনিটের 323-890-5500 নাম্বারে কল দিয়ে জানাতে আহবান করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ফোন করা যাবে 800-222-8477 এই নাম্বারে। বা অনলাইলে জানাতে ভিজিট করুন- lacrimestoppers.org। এলএবাংলাটাইমস/ওএম