লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার বন্দরগুলোতে রেকর্ড সংখ্যক কার্গো জাহাজ জট!

আমেরিকার দুইটি বৃহত্তম বন্দরের বাইরে পণ্যবাহী কার্গো জাহাজের জট সৃষ্টি হয়েছে। অন্তত ৬৫টি কার্গো জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার অন্যতম নিদর্শন এটি। ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস এবং লং বিচের বন্দরের বাইরে মূলত এই জাহাজের জট সৃষ্টি হয়েছে। এই বন্দরগুলো দিয়েই দেশের মোট কন্টেইনারের ৪০ শতাংশ আমদানি হয়ে থাকে। করোনার আগে এই বন্দরগুলোতে একটির বেশি কার্গো জাহাজকে কখনো পণ্য খালাসের জন্য অপেক্ষমান থাকতে হয়নি। এবার রেকর্ড সংখ্যক কার্গো জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে। করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় যুক্তরাষ্ট্রে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। মূলত আমদানি বেড়ে যাওয়ায় এই জটের সৃষ্টি হয়েছে। রিটেইলর এবং ম্যানুফেকচারার তড়িঘড়ি করে পণ্যের অর্ডার দিচ্ছেন এবং পুনরায় তাদের স্টক বাড়াচ্ছেন৷ তবে এর সাথে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছেনা গ্লোবাল শিপিং সিস্টেম। মূলত শিশুদের খেলনা, কাঠের পণ্য, নতুন কাপড় এবং পোষা প্রাণীদের খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় এগুলোর আমদানি প্রচুর বেড়েছে। একই সাথে ভোক্তা মূল্যও বৃদ্ধি পাচ্ছে। লস এঞ্জেলেস পোর্টের প্রধান গেনে সেরোকা গত সপ্তাহে সতর্ক করে বলেন, এই বছরের পুরো সময় এবং ২০২২ সাল জুড়ে প্রচুর পরিমাণ কার্গো জাহাজ ভিড়বে এই বন্দরে৷ তিনি বলেন, 'আমরা কার্গো জাহাজগুলোর গতিবিধি প্রত্যক্ষ করছি। জটের কারণে সাপ্লাই চেইনে বড় ধাক্কা সৃষ্টি হচ্ছে'। লস এঞ্জেলেস এবং লং বিচ বন্দর যুক্তরাষ্ট্রের জলপথ দিয়ে প্রবেশের অন্যতম রুট৷ বিশেষ করে চীন থেকে আগত জাহাজ এই বন্দরগুলোতেই এসে ভীড়ে।  এর আগে শনিবার রেকর্ড সংখ্যক ৭৩টি কার্গো জাহাজ এই বন্দরগুলোর বাইরে অপেক্ষমান ছিল। গত বছরের আগস্ট মাসের থেকে সাম্প্রতিক সংখ্যাটি দ্বিগুণ। জটের কারণে বেশকিছু কার্গো জাহাজ অন্যত্র সরে গেছে। ফলে হাজার হাজার কন্টেইনার খালাস করা যাচ্ছে না। নিকটবর্তী বন্দর অকল্যান্ডে এতো বিশাল সংখ্যক জাহাজ সামাল দেওয়ার মতো সক্ষমতা নেই। শুধুমাত্র লস এঞ্জেলেস বন্দরেই এই বছরের ৩০ শতাংশ কার্গো জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম