লস এঞ্জেলেস

বাড়ছে ডাকাতি, লস এঞ্জেলেসের মেলরোজ অ্যাভিনিউতে বাড়তি পুলিশ মোতায়েন

সাম্প্রতিককালে লস এঞ্জেলেস মেলরোজ এভিনিউতে বৃদ্ধি পেয়েছে সশস্ত্র ডাকাতির ঘটনা। তাই লস এঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে যে এটি মেলরোজ অ্যাভিনিউতে নিজের উপস্থিতি বৃদ্ধি করবে। এলএপিডি পরিকল্পনা করছে যে তাঁরা শপিং ডিস্ট্রিক্টটিতে পদচারী পুলিশের সংখ্যা বৃদ্ধি করবে। এর পাশাপাশি ঘোড়সওয়ার পুলিশরাও শপিং ডিস্ট্রিক্টটিতে ডিউটি করবে। বাসিন্দারা আশা করছেন যে এতে অপরাধের মাত্রা হ্রাস পাবে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলএপিডির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। এতে বাসিন্দা নিজেদের হতাশা ও আশঙ্কা ব্যক্ত করে। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়িক মালিকরা বলছেন যে তারা এলাকার অপরাধ বৃদ্ধি নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছেন। মার্চ মাসে পশ্চিম হলিউডের মেলরোজে বন্দুকের মুখে এক ব্যক্তিকে ছিনতাই করা হয়। এবং ফেব্রুয়ারিতে, মেলরোজের রাস্তায় পথচারীদের থেকে ঘড়ি ছিনিয়ে নেওয়ার অনেকগুলো ঘটনা ঘটেছে। এলএপিডি জানিয়েছ, গত বছরের তুলনায় এই বছর উইলশায়ার ও হলিউডে বন্দুকঘটিত অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ