লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বুস্টার ডোজ প্রদানের পরিকল্পনা শুরু

করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রদান বিষয়ে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ক্যালিফোর্নিয়া। মূলত বয়স্ক বাসিন্দা ও প্রাপ্তবয়স্ক মানুষ, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া ১২ বছরের কম বয়েসীদের টিকা ফেডারেল কতৃক অনুমোদন পাওয়ার পর দ্রুতই টিকাদান কর্মসূচি চালু করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ এই বিষয়ে একাধিক স্তরের পরিকল্পনা প্রকাশ করেন। যেসব বাসিন্দা টিকা নিতে দ্বিধাগ্রস্ত, যাদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে ও যাদের বুস্টার ডোজ প্রয়োজন, তাদের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের জন্য বুস্টার ডোজের অনুমোদন করেছে৷ এর ফলে করোনার বিরুদ্ধে বৃহৎ কর্মসূচি গৃহীত হয়েছে। এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৬৫ বছর এবং এর বেশি বয়েসী ৬ দশমিক ৫ মিলিয়ন বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। গভর্নর গেভিন নিউসাম জানান, ইন-পারসন লার্নিং এর ক্ষেত্রে যেসব শিক্ষার্থী টিকার জন্য উপযুক্ত হবে তাদের টিকা গ্রহণ করতে হবে। নিউসাম বলেন, 'আমি শীতকালীন সংক্রমণ নিয়ে চিন্তিত। আমাদের ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশুদের টিকার আওতায় আনতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'। এলএবাংলাটাইমস/ওএম