লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে একাধিক গাড়ির সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ লস এঞ্জেলেসে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। এর ফলে ২ জন শিশু ও ২ জন পুলিশ অফিসারসহ সর্বমোট ৮ জন আহত হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রাত ৮টার দিকে সাউথ সেন্ট্রাল এভিনিউয়ে এই সংঘর্ষটি ঘটে। এতে ৮ জন আহত হয়। আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে ২ জন শিশু, ২ জন পুলিশ অফিসার ও ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলও।  আহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ঘটনাস্থলে দেখা যায়, ২টি গাড়ির সাথে একটি পুলিশ এসইউবির সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষটি নিয়ে এখনো তদন্ত চলছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ