লস এঞ্জেলেস

চলে এলো বছরের সেরা আকর্ষণ বাংলাদেশ মেলা – ২০১৫

সারা বছর কোন না কোন অনুষ্ঠান লস এঞ্জেলেসে লেগেই থাকে। তার মধ্যে সব চেয়ে সেরা 
আয়োজন, চলতি বছরের সেরা আকর্ষণ  “বাংলাদেশ মেলা – ২০১৫” আসছে সামনে। আগামী ৫ ও 
৬ সেপ্টেম্বর লস এঞ্জেলেসে বাংলাদেশ মেলা কমিটির আয়োজনে হতে যাচ্ছে সর্ববৃহৎ এ বাংলাদেশ 
মেলা। একঝাক দেশী-বিদেশী শিল্পীদের পরিবেশনায় হবে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। যা 
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পিরা এতে অংশ 
নেবেন। মাতাবেন দর্শকদের হৃদয়। এবারের আয়োজনে অংশ নিতে যাওয়া শিল্পীরা হলেন, 
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস (বাংলাদেশ),বাস্তব বাদী গানের নায়ক নচিকেতা(ভারত), 
মডেল কন্যা ও অভিনেত্রী মোনালিসা (বাংলাদেশ), দর্শকদের হৃদয় জয় কারী হৃদয় খান 
(বাংলাদেশ),জনপ্রিয় কন্ঠশিল্পী  কনা (বাংলাদেশ), জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি (বাংলাদেশ)। এছাড়া
 
উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় মন মাতাবেন স্থানীয় জনপ্রিয় শিল্পিরা।  ঐ দিন লস এঞ্জেলেস 
জেগে উঠবে । ভাসবে আনন্দে ।

অনুষ্ঠানের স্থানঃ SHATTO RECREATION CENTER,
3191 West 4th St,
Los Angeles, CA-90020.
তারিখঃ ৫ ও ৬ সেপ্টেম্বর ২০১৫ , শনিবার ও রবিবার (লেবার ডে উইকেন্ড)
সময়ঃ দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত.
এ মেলায় র‍্যাফেল ড্র ও বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারের বাবস্থা আছে। যেমন, টিভি, ল্যাপটপ ও 
গ্যালাক্সি ট্যাব।  মেলাতে প্রবেশ মূল্য প্রতিদিন ৫ ডলার।
মিডিয়া পার্টনারঃ এলএ বাংলাটাইমস.কম ও এন টিভি।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ-

স্টল ও বিজ্ঞাপনের জন্যঃ
তারেক- ৩২৩ ৩৮২ ৪১২৯
হেলাল- ২১৩ ৪৪৭ ৫৯২৮
খান- ২১৩ ২৫৮ ৭৪৩৫

সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যঃ
রাঙ্গা- ২১৩ ৮৪২ ৯১০৩
সিদ্দীক- ৮১৮ ৫৩৬ ১০১১
ফয়সাল- ২৮১ ৭৭০ ৭২৪৯
জাহাঙ্গীর- ৩১০ ৪২২ ৩৫৩১
হানিফ সিদ্দিকী- ৮১৮ ২৩৩ ৬৮৫৯

ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ও ছবি পাঠাতেঃ
জুয়েল- ২১৩ ৯৪৯ ১৯৩৫
কামরান আলম- ৬০২ ৩০০ ৬৬৩২
ইমেইলঃ alam.kamran@gmail.com