লস এঞ্জেলেস

হানিংটন বিচে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্ত চলছে

হানিংটন বিচে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিচ পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। হানিংটন বিচ পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে শহরের সাউথ পিয়ারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এর নিকটবর্তী স্থানে ইউএস ওপেন অব সার্ফিং অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় তারা 'সন্দেহভাজন এক ব্যক্তিকে বন্দুক হাতে ঘোরাফেরা' করছে এমন একাধিক রিপোর্ট পায়। পুলিশ ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, 'সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের একাধিক নির্দেশনা অমান্য করতে থাকে এবং এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়'। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউথ পিয়ার অঞ্চলে অন্তত ১০টি গুলি ছোঁড়ার শব্দ শোনা গেছে। পরবর্তীতে ওই হিস্প্যানিক ব্যক্তিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। দ্য অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। কারো কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে 855-TIP-OCCS তে কল করতে অনুরোধ করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম