লস এঞ্জেলেস

স্কুল নিরাপত্তাকর্মীর গুলিতে গুরুতর আহত এক নারী

লং বিচের এক স্কুলের নিরাপত্তাকর্মীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক নারী। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) লং বিচের মিল্লিকান হাই স্কুল এর এক নিরাপত্তাকর্মী এক নারীর উপর গুলি ছুঁড়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দ্য লং বিচ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানায়, স্প্রিং স্ট্রিট এবং পালো ভেরদে অ্যাভিনিউ এ বিকাল ৩টা ১৩ মিনিটের দিকে একাধিক মানুষের মধ্যে বিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্কুল সেফটির কয়েকজন অফিসার। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিবাদমান একটি সিলভার রঙ এর সেডান গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলে ড্রাইভার স্থান ত্যাগ করতে উদ্যত হয়। এই সময় এক অফিসার ওই গাড়িতে গুলি ছুঁড়লে নারী গুলিবিদ্ধ হয়। পুলিশ জানায়, আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় মিল্লিকান হাই স্কুলের কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়নি। একই সাথে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের সহায়তার জন্য আরো বাড়তি জনবল কাজ করবে। এলএবাংলাটাইমস/ওএম