লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে টিকা গ্রহণ না করলে বন্ধ হতে পারে ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠান

যারা টিকা গ্রহণ করেনি, তারা লস এঞ্জেলেস কাউন্টির অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পারবে না মর্মে আইন জারির ইঙ্গিত দিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি এখন পর্যন্ত করোনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যরা বুধবার (২৯ সেপ্টেম্বর) জানান, প্রস্তাবিত 'ইমার্জেন্সি' অধ্যাদেশের পক্ষে রয়েছেন তারা। প্রস্তাবনা অনুসারে রেস্টুরেন্ট, পানশালা, শপিং সেন্টার, জিম এবং অন্যান্য ইনডোর স্পেসে টিকার পূর্ণ ডোজ গ্রহণ বাধ্যতামূলক করতে হবে। সিটি কাউন্সিল মেম্বার পল কারকোরিয়ান বলেন, 'ট্রেডার জো'স এর মতো গ্রোসারি স্টোরে টিকা ব্যবহার বিষয়ে যে অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে আমি খুব শঙ্কিত। সেই সাথে কিছু মানুষ এটিকে রাজনৈতিক ইস্যু করতে বদ্ধ পরিকর। সমাজের প্রতি সব দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে'। যদি প্রস্তাবনাটি পাশ হয় তবে স্যান ফ্র‍্যান্সিসকো এবং নিউ ইয়র্কের পর লস এঞ্জেলেস হতে যাচ্ছে সেই শহর যেখানে টিকা গ্রহণের প্রমাণ ছাড়া ইনডোর বিজনেসের কার্যক্রম চালানো যাবে না। আইনটি পাশ হলে নভেম্বর মাস থেকে এটি কার্যকর হবে। দ্য লস এঞ্জেলেস কাউন্টি ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এক নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা অনুসারে, ১৫ অক্টোবরের মধ্যে সকল শিক্ষক, কর্মী ও ১২ এবং এর বেশি বয়েসী সকল শিক্ষার্থীদের টিকা গ্রহণ করতেই হবে৷ তবে কারো স্বাস্থ্যগত বা ধর্মীয় বিধিনিষেধ থাকলে এটি বিবেচনা করা হবে। এলএবাংলাটাইমস/ওএম