এক শতকের বেশি সময় আগে চীন কমিউনিটির উপর চালানো বর্ণবৈষম্য ও অবিচারের জন্য ক্ষমা চেয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের শহর স্যান জোসে।
আশির দশকে স্যান জোসেতে বসবাস করা চীন দেশের বাসিন্দাদের উপর বৈষম্য চালানো হতো। ১৮৮৭ সালে সিটি কাউন্সিল চায়নাটাউন অঞ্চলকে 'বিবাদপূর্ণ' বলে ঘোষণা দেয়৷
এরপরের দিনই ওই চায়নাটাউনে অগ্নিসংযোগ করা হয়। এর ফলে ওই অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও বাড়িঘর পুড়ে যায়। বাস্তুচ্যুত হয় ১ হাজার ৪০০ জন মানুষ৷ সেই সময় একটি চার্চও পুড়িয়ে দেওয়া হয়।
করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে আবারো এশিয়ান কমিউনিটির বাসিন্দাদের উপর সহিংসতার ঘটনা বাড়ছে। এরই প্রেক্ষিতে এশিয়ান-আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্যান জোসে কর্তৃপক্ষ চীন কমিউনিটির কাছে ঐতিহাসিক ঘটনার জন্য ক্ষমা চায়।
ক্যালিফোর্নিয়ায় সর্বপ্রথম চীনের বাসিন্দারা গোল্ড রাশের যুগে কাজ করতে আসে। পরবর্তীতে স্বর্ণের খনি খোঁড়ার কাজ শেষ হওয়ার পরেও অনেকেই রেলরোড তৈরি করতে থেকে যায় অথবা অল্প বেতনে অন্য ভারি ইন্ডাস্ট্রিয়াল কাজ বা কৃষিকাজ শুরু করে।
সেই সময় ওই শ্রমিকদের উপর বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদের আলাদা কর দিতে হতো৷ তারা কোনো সম্পত্তির মালিক হতে পারতো না কিংবা কোনো বাড়ি তৈরি করতে পারতো না।
এলএবাংলাটাইমস/ওএম