ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্ছেদ স্থগিতাদেশ সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু, লস এঞ্জেলেস শহরের জন্য এর সময়সীমা ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
জনপ্রতিনিধিরা ও ভাড়াটিয়া কল্যান সংস্থাগুলো এ ব্যপারে প্রচারণা চালাচ্ছে।
এলএ হাউজিং ডিপার্টমেন্টের এন সেউইল জানান যে তাঁরা শহরের ৮২০০ রেন্টাল ইউনিটের মালিকদের সাথে যোগাযোগ করছেন ও উচ্ছেদ স্থগিতাদেশ এখনো কার্যকর তা জানাচ্ছেন। এর পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তার জন্য ক্যালিফোর্নিয়া রাজ্যের সাথে যোগাযোগ করতে জানাচ্ছেন।
ভাড়াটে এবং বাড়িওয়ালাদের সহায়তার জন্য ক্যালিফোর্নিয়া রাজ্য ৫০০ কোটি মার্কিন ডলার সহায়তা হিসেবে রেখেছে। লস অ্যাঞ্জেলেস শহর এলএ বাসিন্দা এবং বাড়িওয়ালাদের আর্থিক সহায়তা পেতে সহায়তা করার জন্য আবেদন প্রক্রিয়া পরিচালনা করতে রাজ্যের সাথে যোগ দিয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টির উচ্ছেদ স্থগিতাদেশ ২০২২ সালের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এলবার্ট কেসিয়ান জানান যে বর্তমানের পরিস্থিতি ভাড়াটিয়া ও বাড়িওয়ালা উভয়ের জন্যই সমস্যাদায়ক। তিনি আরো বলেন, ‘আপনি চাইলে ফ্রিতেই থাকতে পারবেন না। আবার, আপনি চাইলেই কারো আর্থিক সমস্যা বা পরিস্থিতির বিবেচনা না করে তাকে বের করে দিতে পারবেন না।‘
এলএ সিটি কাউন্সিলম্যান কারেন প্রাইস কাউন্টির বাসিন্দাদের দুশ্চিন্তা করতে মানা করেন ও বলেন যে তাঁরা বাসিন্দাদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ