লস এঞ্জেলেস

ভুয়া করোনা সনদ দাখিলের দায়ে আটক লস এঞ্জেলেসের দুই ভ্রমনার্থী

ভুয়া করোনা সনদ দাখিল করে হাওয়াই রাজ্যে পৌঁছে আটক হলেন লস এঞ্জেলেসের দুই ভ্রমনার্থী। তাদের বিরুদ্ধে রাজ্যের করোনা বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে। হাইওয়াই রাজ্যের কাওয়াই আইসল্যান্ডের পুলিশ জানায়, রাজ্যের ভ্রমণ সম্পর্কির ওয়েবসাইটে ভুয়া করোনা সনদ দাখিল করেন লস এঞ্জেলেসের বাসিন্দা ল্যাজার হায়ওয়ার্ড (৩৪) এবং র‍্যাভেন রেন্ডেল (৩৩)। এরপর তারা লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লিহু'ই এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্স যোগে পৌঁছেন। হাওয়াই রাজ্যের ভ্রমণ নীতিমালা অনুযায়ী, রাজ্যের বাইরে থেকে আগত দর্শনার্থীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে অথবা ১০ দিন হাওয়াই রাজ্যে কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশ জানায়, হাওয়াই কর্তৃপক্ষ তাদের করোনা সনদ পরীক্ষা করে প্রমাণ পায় এগুলা ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। হাওয়াই এ পৌঁছার পর মিথ্যা তথ্য প্রদানের দায়ে এই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্তের সাপেক্ষে তাদের এয়ারপোর্ট থেকে লস এঞ্জেলেসে ফেরত পাঠানো হয়েছে। পরবর্তীতে শুনানির সময় তাদের হাওয়াই যেতে হবে। এলএবাংলাটাইমস/ওএম