লস এঞ্জেলেস

হলিউডে তরুণীকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে আহত হামলাকারী

হলিউডে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে আহত হয়েছে হামলাকারী। শনিবার (২ অক্টোবর) লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট তথ্যটি জানিয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যানিবাল লোপেজ বলেন, হলিউড বোলেভার্ড অ্যান্ড হাইল্যান্ড অ্যাভিনিউতে সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ টুইটার বিবৃতিতে জানায়, ১৯ বছরের তরুণীকে পাকস্থলিতে ছুরিকাঘাত করে ৩০ বছর বয়েসী ব্যক্তি৷ পুলিশ হামলাকারীর উপর গুলি চালানোর সময় তার হাতে ছুরি ছিল। পুলিশ জানায়, আহত নারী স্থানীয় বাসিন্দা। হামলার পূর্বে ওই হামলাকারীর সাথে এই নারীর জানাশোনা ছিল না। পুলিশ যখন এই হামলাকারীর কাছে পৌঁছে ছুরি ফেলে দিতে বলে, ওই ব্যক্তি তখন সেটি প্রত্যাখ্যান করে। ওই ব্যক্তি পুলিশ অফিসারদের আক্রমণ করতে উদ্যত হয়। পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়েও তাকে থামাতে ব্যর্থ হলে একজন অফিসার ওই ব্যক্তির কাঁধে গুলি ছোঁড়ে। এলএপিডি জানায়, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তার মৃত্যুর কোনো শঙ্কা নেই সেই সাথে ছুরিকাঘাতে আহত নারীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এলএবাংলাটাইমস/ওএম