ইউনাইটেড এয়ারলাইন্সের পর এবার আমেরিকান এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স এবং জেটব্লু এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কর্মীদের জন্য টিকার পূর্ণ ডোজ গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।
এর আগে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স কর্মীদের টিকা প্রদানের ব্যাপারে চাপ প্রয়োগ করেন।
এই এয়ারলাইন্সগুলো স্পেশাল ফ্লাইট, কার্গো এবং অন্যান্য সরকারি কাজে সার্ভিস প্রদান করে থাকে। এর আগে জো বাইডেন ঘোষণা দেন সকল সরকারি কাজে নিয়োজিত কন্ট্রাক্টরদের টিকা গ্রহণ করতে হবে।
আমেরিকান এয়ারলাইন্স সিইও ডোগ পার্কার শুক্রবার (১ অক্টোবর) তাদের কর্মীদের জানান, এখনো চূড়ান্ত না হলেও যেসব কর্মী টিকা গ্রহণ করতে অনিচ্ছুক, তাদের আমেরিকান এয়ারলাইন্সে কাজ থাকবে না।
দ্য পাইলট ইউনিয়ন এক পরিসংখ্যানে জানায়, এখনো ৪ হাজার ২০০ বা ৩০ শতাংশ এয়ারলাইন্স পাইলট এখনো টিকা গ্রহণ করেননি।
আলাস্কা এয়ারলাইন্স এবং জেটব্লু এয়ারলাইন্স এর কর্মীদের জানান, আগামী ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে সকল কর্মীকে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম