লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার উপকূলে তেল: সংকটের মুখে জলজীবন

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি উপকূলের ১৩ স্কয়ার মাইল জুড়ে ছড়িয়ে পরেছে ৩ হাজার ব্যারেল পরিমাণ তেল। এতে সংকটের মুখে পরেছে জলজ প্রাণীরা। ছড়িয়ে পরা তেলের কারণে মারা যাচ্ছে মাছ। তেল ছড়াচ্ছে জলাভূমিতে, বন্ধ হচ্ছে সমুদ্র সৈকত। হানিংটন বিচ মেয়র কিম কার জানান, উপকূলের একটি বড় অংশে তেল ছড়িয়ে পরেছে। পাইপলাইন ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার (২ অক্টোবর) সকালে হানিংটন বিচ এবং নিউ পোর্ট বিচ উপকূলের পাঁচ মাইল জুড়ে তেল শনাক্ত হয়। রাজ্যের ইতিহাসে এটিই তেল মিশ্রণের সবচেয়ে বৃহৎ ঘটনা। প্রোটেক্টিভ বুমস ব্যবহার করে তেল সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সেই সাথে কিভাবে এই লিক হয়েছে, সেটি খতিয়ে দেখতে ডুবুরিরা কাজ করে যাচ্ছে। অরেঞ্জ কাউন্টি সুপারভাইজার ক্যাটরিনা ফলে জানান, 'জলজ প্রাণীরা মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক'। তিনি জানান, উপকূল এবং টালবার্ট মার্শে বেশকিছু জলজ প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সাথে ইকোলজিক্যাল রিজার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএস কোস্ট গার্ড জানায়, তারা পানি থেকে একটি হাঁস উদ্ধার করেছে। সেটি তেল দিয়ে পূর্ণ ছিল। এমন আরো প্রাণী আছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। অ্যাম্পলিফাই এনার্জি কর্পোরেশন, যাদের তিনটি এই ধরণের পাইপলাইন রয়েছে, তারা জানিয়েছে শনিবার এই ঘটনার পর থেকেই পাইপলাইন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের সিইও মার্টিন ওইলশেয়ার বলেন, তেলের পাইপলাইনগুলো পরীক্ষা করে দেখা হয়েছে যেন আর তেল লিক হয়ে পানিতে না মেশে। এই উপকূল থেকে সাউথ লস এঞ্জেলেসের ৪০ মাইল পর্যন্ত সার্ফারদের জন্য খুবই বিখ্যাত একটি অঞ্চল। এই ঘটনার পর সৈকত বন্ধ করে দেওয়া হয়। প্যাসিফিক এয়ারশোর শেষদিন বাতিল করে দেওয়া হয়। বাসিন্দাদের তেল দিয়ে পূর্ণ কোনো প্রাণীকে উদ্ধার করতে নিষেধ করেছেন এবং এর পরিবর্তে কর্তৃপক্ষকে ডাকতে অনুরোধ জানিয়েছেন। রিপাবলিকান রিপ্রেজেনটেটিভ মিশেল স্টিল ঘটনাকে জরুরি সংকট দাবি করে জো বাইডেনকে সেই ঘোষণা করতে আহবান জানান এবং উপকূল পরিষ্কার করতে অর্থ বরাদ্দ করতে বলেন। এলএবাংলাটাইমস/ওএম