লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ডেপুটি অফিসারের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের অফিসারদের সাথে সংঘর্ষের একপর্যায়ে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্টিভেনসন র‍্যাঞ্চের কাছে এই ঘটনা ঘটেছে। তদন্তকারী দল জানায়, রবিবার (৩ অক্টোবর) বিকাল চারটার দিকে একজন লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডেপুটিকে একজন খবর দেন। সেখানে যে ডেপুটিরা অস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পায়। পুলিশ ওই ব্যক্তিকে নিরস্ত্র হতে বললে সেই অফিসারদের দিকে বন্দুক তাক করে। এই সময় এক পর্যায়ে অফিসাররা গুলি ছোঁড়ে। এই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তকারী দল জানায়, ওই ব্যক্তি অফিসারদের ছোঁড়া গুলিতে মারা গেছেন বা নিজেই নিজের গুলিতে মারা গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম