লস এঞ্জেলেস

পলাতক আন্তর্জাতিক সাজাপ্রাপ্ত অপরাধীর দেখা মিললো ডজার স্টেডিয়ামে!

ব্যাংকের ৩৫০ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগে ১৯৯৮ সাল থেকে পলাতক ছিল সাজাপ্রাপ্ত এক ব্যক্তি৷ ইউএস মার্শালস এর তালিকায় মোস্ট ওয়ান্টেডের ১৫ জন তালিকাভূক্তের মধ্যে তিনি একজন। এতোদিন পলাতক থাকার পর লস এঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে পলাতক ব্যক্তিটিকে দেখা যায় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ব্যক্তিটির নাম জন রুফো। তাকে আটক করতে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে ২৫ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে। তদন্ত কর্মকর্তা ডেনিয়েল শিমচিক বলেন, যারা ইউএস মার্শালের তালিকায় শীর্ষ পনেরোর ভিতর থাকে, তারা সর্বোচ্চ পর্যায়ের অপরাধী। সর্বশেষ ১৯৯৮ সালের ৯ নভেম্বর রুফোকে নিউ ইয়র্কে এটিএম থেকে অর্থ উত্তোলণ করতে দেখা যায়। এরপর তার আত্মসমর্পণ করে সাড়ে ১৭ বছর কারাবাসের কথা থাকলেও তিনি পলাতক হয়ে যান। কর্মকর্তারা জানান, আত্মসমর্পণের বদলে তিনি ভাড়ায় চালিত গাড়ি নিয়ে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্কিং এ যান। সেখান থেকেই উধাও হয়ে যান তিনি। শিমচিক বলেন, এটিএম থেকে ৬০০ ডলার উত্তোলন করেন তিনি। এরপর থেকেই তাকে আর জনসম্মুখে দেখা যায়নি কখনো৷ ৩৫০ মিলিয়ন ডলার ব্যাংক জালিয়াতির অভিযোগে রুফোকে সাজা দেওয়া হয় ১৯৯০ সালের পরে। সেখান থেকে ১৩ মিলিয়ন ডলার কখনোই উদ্ধার করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সর্বশেষ রুফোকে লস এঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে একটি খেলা উপভোগ করতে দেখা গেছে। সেটির একটি স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে তথ্য দিয়ে সহায়তা করলে ২৫ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম