হাওথর্নে শনিবার (৯ অক্টোবর) এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।
দ্য লস এঞ্জেলেস কাউন্টি করোনার্স অফিস সূত্র জানায়, মৃত ব্যক্তির নাম মেলগুয়েন লোপেজ সান্তোস। তার বয়স ৪০, বাস করেন লস এঞ্জেলেসে।
শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সান্তোসের মৃতদেহ রাত ২টা ১০ মিনিটে হাওথর্ন বেলোভার্ডের নিকট রক ইট স্পোর্টস লাউঞ্জের বাইরে থেকে উদ্ধার করা হয়।
হাওথর্নের স্থানীয় বাসিন্দা এমির পেরেজ বলেন, এই মৃতদেহটি এখানেই ছিল এবং সাদা একটি চাদর দিয়ে মোড়ানো ছিল। এর পাশে একটি ট্রাক পার্ক করা ছিল।
শেরিফ ডিপার্টমেন্টে জানায়, মৃত্যুর কয়েক মুহুর্ত আগে সান্তোস পানশালার বাইরে একদল মানুষের উপর প্রায় ট্রাক তুলে দিচ্ছিল। ওই সময় দলটির সাথে বাদানুবাদ শুরু হয় এবং তাকে চলে যেতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন এমিলিয়া চে জানান, 'আমি নিশ্চিত নই। যা শুনেছি সেটি হলো সান্তোস ওই দলটির সাথে বিবাদে লিপ্ত হয়ে পরে। একপর্যায়ে সে ট্রাকে উঠে পরে এবং ওই দলটিকে ট্রাকচাপা দিতে চায়। এ সময় সে কোনোভাবে দেয়ালে আঘাত করে। এরপর কিভাবে কী ঘটেছে আমি জানি না'।
পুলিশের ধারণা, পানশালার বাইরের ওই দলটি সান্তোসকে জোর করে ট্রাক থেকে নামাতে চাইছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সান্তোস সামনের একটি দেয়ালে আঘাত হানে৷
এরপর ওই দলটি আবারো সান্তোসকে ট্রাক থেকে নামাতে চেষ্টা করে এবং এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, ঘটনার বিস্তারিত এখনো পুলিশ জানে না৷ তবে ঘটনাস্থলে ডেপুটিরা পৌঁছে সান্তোসকে ট্রমা অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখে।
প্যারামেডিক্সের দল প্রাথমিক চিকিৎসা দিলেও তাকে আর বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই সান্তোসের মৃত্যু ঘটে৷ করোনার্স অফিস মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখবে।
এলএবাংলাটাইমস/ওএম