লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আসছে রোদ ঝলমলে দিন

টানা বেশ কয়েকদিন ঠান্ডা আবহাওয়ার পর আবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় রোদ ঝলমলে দিন আসছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, রবিবার (১০ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার আকাশে রোদ উঠবে, তবে সেটি খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে রৌদ্রজ্জ্বল দিন আশা করা যাচ্ছে৷ তাপমাত্রা বিরাজ করবে প্রায় ৮০ ডিগ্রী ফারেনহাইট। সোমবার সূর্যের তাপ কিছুটা স্তিমিত থাকবে, সেই সাথে বইবে বাতাস। উপত্যকা অঞ্চল আর ইনল্যান্ড অ্যাম্পায়ারেও উঁকি দিবে সূর্যের হাসি। তাপমাত্রা বিরাজ করবে ৮২ ডিগ্রী। এর পরের সপ্তাহে আবারো শীতল আবহাওয়ার পর সূর্য উঁকি দিবে আবারো এর পরের সপ্তাহে৷ তবে পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার অবস্থা খুব একটা পরিবর্তন হবে না। রবিবারেও সেখানে বিরাজ করবে ঠান্ডা, তাপমাত্রা সর্বোচ্চ হবে ৬৫ ডিগ্রী ফারেনহাইট। এলএবাংলাটাইমস/ওএম