লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার শপে শিশুদের জন্য থাকতে হবে লিঙ্গ নিরপেক্ষ সেকশন

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে বৃহৎ রিটেইলার শপে শিশুদের খেলনা প্রদর্শনের জন্য লিঙ্গ নিরপেক্ষ উপায় চালু করতে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়া। শনিবার (৯ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এই আইনটি পাশ করেন। নতুন আইন অনুযায়ী, শপগুলোতে 'গার্ল' সেকশন বা 'বয়' সেকশন নিষিদ্ধ না হলেও একটি আলাদা এবং লিঙ্গ নিরপেক্ষ সেকশন চালু করতে হবে। শপগুলোতে খেলনা এবং চাইল্ডকেয়ার পণ্যের একটি বৃহৎ যোগান থাকতে হবে, কোনো লিঙ্গের শিশুর জন্য খেলনা বাজারজাত করা হয়েছে, সেটি বিবেচ্য হবে না৷ কেউ এই আইনের অমান্য করলে প্রথমবারের মতো ২৫০ ডলার জরিমানা করা হবে৷ অন্যান্য সময় ৫০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ গত মাসে রাজ্যের নীতিনির্ধারকেরা আইনটির খসড়া ও প্রস্তাবনা করেন। গভর্নর গেভিন নিউসামের স্বাক্ষরের পর ২০২৪ সাল থেকে আইনটি কার্যকর হবে। যেসব রিটেইলার শপের ক্যালিফোর্নিয়া স্টোরে ৫০০ বা এর বেশি কর্মী রয়েছে, তাদের জন্য আইনটি কার্যকর হবে। জামাকাপড়ের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না৷ তবে খেলনার ক্ষেত্রে এবং 'চাইল্ডকেয়ার পণ্য' যেমন ঘুমানো, আরাম, খাদ্য বা দাঁতের ব্যবহৃত কোনো পণ্যের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে৷ এই আইনের ফলে পণ্যের ক্ষেত্রে 'একই পণ্যের মধ্যে অসাদৃশ্য' বুঝতে ও শিশুদের পণ্যে লিঙ্গ বৈষম্য কমাতে সাহায্য করবে। এলএবাংলাটাইমস/ওএম