লস এঞ্জেলেস

পদত্যাগ করছেন হোয়াইট হাউজের স্টাফ সেক্রেটারি

পদত্যাগ করছেন হোয়াইট হাউজের স্টাফ সেক্রেটারি জেসিকা হার্টজ। হোয়াইট হাউজের সাথে সংশিষ্ট দুইটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। হার্টজ এর আগে ফেসবুকের ওয়াশিংটন অফিসের একজন আইনজীবী ছিলেন। পরে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পান তিনি। প্রেসিডেন্টের কাছে যেসব কাগজ ও অন্যান্য দলিল আসে, সেগুলো জেসিকা হার্টজ দেখভাল করে পরে পাঠাতেন। হোয়াইট হাউজের জেষ্ঠ কর্মী হিসেবে জেসিকা হার্টজ প্রথম যিনি বাইডেন প্রশাসন থেকে সরে যাচ্ছেন। এখন পর্যন্ত তাঁর দায়িত্বের ১০ মাস পূর্ণ হয়নি। তবে জেসিকা হার্টজের স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেসিকা হার্টজের তত্ত্বাবধানে আটজন কর্মীও রয়েছে। প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হার্টজ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হোননি৷ এছাড়া হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারিও এই বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। হার্টজ হোয়াইট হাউজের অন্যান্য কর্মীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আর্ট হিস্ট্রি অ্যান্ড ফ্রেঞ্চ লিটারেচার' নিয়ে পড়াশুনা করেন। এরপর ইউনিভার্সিটি অব শিকাগো থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করেন। এলএবাংলাটাইমস/ওএম