লস এঞ্জেলেস

ম্যাকআর্থার পার্কে শুরু হচ্ছে সংস্কার কার্যক্রম, গৃহহীনদের উচ্ছেদ

ডাউনটাউন লস এঞ্জেলেসের পশ্চিমে ম্যাকআর্থার পার্কের একটি সেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার (১৫ অক্টোবর) থেকে ওই পার্কটিতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে এবং সংস্কার শুরু হবে। এর ফলে ম্যাকআর্থার পার্কের সকল গৃহহীনদের সরে যেতে হবে অন্যত্র। এর আগে এই বছরের শুরুতে ইকো পার্কেও একই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে সেবার কার্যক্রম নিয়ে ব্যাপক আন্দোলনের মুখে পরতে হয় কর্তৃপক্ষকে। অভিযোগ করা হয় যে সিটি কর্তৃপক্ষ গৃহহীনদের পার্ক ছেড়ে অন্যত্র যেতে পর্যাপ্ত সময় দেয়নি। এই সমস্যাগুলো এড়ানোর মূল পন্থা হচ্ছে গ্রহহীন উচ্ছেদের ব্যাপারে আগাম নোটিশ প্রদান এবং তারা যেনো অন্যত্র সরে যেতে পারে, সে ব্যাপারে নিশ্চিত করা৷ পার্কে বসবাসরত বাসিন্দাদের কয়েক সপ্তাহ পূর্বেই বলা হয়েছে যে ম্যাকআর্থার পার্কের লেক সাইড অংশ থেকে সরে যেতে হবে। সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে। লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান জিল ক্যাডিলোর অফিস সূত্র জানায়, ইতোমধ্যে ২৫০ জন গৃহহীনের জন্য আবাসন ও অন্যান্য সেবার ব্যবস্থা করা হয়েছে। পার্কে বসবাসরত রায়ান রে নামের একজন গৃহহীন জানান, 'সবকিছু ঠিক আছে। এটা খুবই সহজ কাজ। আমাদের লাঞ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে ১৫ তারিখের মধ্যে আমাদের সরে যেতে হবে। তারা হোটেল মোটেল ইত্যাদি দিবে। সেখানে নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। অ্যালকোহল, নারী সঙ্গী ইত্যাদি নিষিদ্ধ'। পার্কটি অক্টোবরের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে এবং এটির পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দুই মাস সময় লেগে যাবে। এলএবাংলাটাইমস/ওএম