লস এঞ্জেলেস

সিটি কাউন্সিলম্যান ও ডিনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ দায়ের

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান মার্ক রিডলি থমাস এবং এক সাবেক ইউএসসি ডিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করা হয়েছে৷ বুধবার (১৩ অক্টোবর) ফেডারেল প্রসিকিউটররা এই তথ্য নিশ্চিত করেছেন। কাউন্সিলম্যান রিডলি থমাস এবং ডিন ম্যারিলিন লুইজ ফ্লিনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নিজ পদবলে তারা ২০১৭ এবং ২০১৮ সালে ইউনিভার্সিটির বিভিন্ন কাজে একজন ঘনিষ্ঠ আত্মীয়কে অবৈধ সুবিধা প্রদান করে। গণমাধ্যমের খবর অনুযায়ী, যিনি এই সুবিধা গ্রহণ করেছেন তিনি কাউন্সিল মেম্বারের ছেলে সেবাস্তিয়ান রিডলি থমাস। রিডলি থমাস (৬৬) এবং ফ্লিন (৮৩) দুইজনই লস এঞ্জেলেসের বাসিন্দা। আগামী সপ্তাহে ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্টে তাদের হাজিরা দিতে হবে। এক বিবৃতিতে সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ জানান, এই অভিযোগ গঠনের খবরে তিনি খুবই মর্মামত হয়েছেন। তিনি বলেন, 'রিডলি থমাস বোর্ড অব সুপারভাইজার সদস্য থাকাকালীন এই ধরণের অসততা ঘটেছে। এটি খুবই গুরুতর অভিযোগ এবং এর জন্য সঠিক তদন্ত প্রয়োজন'। জানা গেছে, যখন এই অবৈধ সুবিধা প্রদান করা হয়, তখন সেবাস্তিয়ান রিডলি থমাস স্টেট অ্যাসেম্বলিতে ছিলেন। তবে তখন তার বিরুদ্ধে তখন যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এবং তিনি বড় অংকের দেনায় ছিলেন। পরে ২০১৭ সালের ডিসেম্বরে স্বাস্থ্যগত সমস্যার কারণে সেবাস্তিয়ান রিডলি থমাস পদ থেকে অব্যাহতি নেন। এলএবাংলাটাইমস/ওএম