লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে দাবানল সতর্কতা জারি

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে যে শনিবার সন্ধ্যা পর্যন্ত লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে দাবানলের আশংকায় বিপজ্জনক লাল পতাকার সতর্কবাণী জারি করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিভিন্ন কারণে এই সতর্কবাণী জারি করা হয়েছে। এর মধ্যে সান্তা এনার ঘণ্টায় ৫৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস, নিম্ন আদ্রররতা ও উচ্চ তাপমাত্রা অন্যতম। ওয়েদার সার্ভিস বলে, ‘চারদিকে ঘন্টায় ৩০ বা ৪০ মাইল বেগে বাতাস বইবে। কোন কোন জায়গায় ঘণ্টায় ৫৫ মাইল বেগে বাতাস বইবে। সকালে ও বিকালে বাতাসের বেগ সর্বোচ্চ থাকবে। লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট কাউন্টির আশেপাশের কৌশলগত অবস্থানে দুটি স্ট্রাইক টিমকে মোতায়েন করেছে এবং স্থল এবং আকাশপথে কর্মী উভয়ের অতিরিক্ত কর্মী নিয়োগের আদেশ দিয়েছে। সংস্থাটি আরও সতর্ক করে দিয়েছে যে ইউটিলিটি সংস্থাগুলি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পুনরায় উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বাতাস দেখা যাবে। যার ফলে, আগুনের ঝুঁকি পুনরায় বৃদ্ধি পাবে। বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে স্থানান্তরের রুটগুলির সাথে পরিচিত হতে এবং ধোঁয়ার কোন লক্ষণ দেখা গেলে তা রিপোর্ট করতে। লাল পতাকার সতর্কতা এলএ কাউন্টি উপকূল, এলএ শহর, লস এঞ্জেলেস কাউন্টি পর্বতমালা, এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট, সান্তা মনিকা পর্বতমালা,সান ফার্নান্দো এবং সান্তা ক্লারিটা উপত্যকায় প্রযোজ্য। এলএবাংলাটাইমস/এমডব্লিউ