লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দুই গাড়ির সংঘর্ষে মারা গেলো পথচারী শিশু

লস এঞ্জেলেস কাউন্টির নর্থ হিলসে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৮ বছর বয়েসী একটি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরেক নারী। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী শিশুসহ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে তাদের ধাক্কা দেয়। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, ওয়েস্ট নর্ডঅফ স্ট্রিটের ১৫৫০০ ব্লকে সকাল ৭টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্র জানায়, একটি ২০১৬ মডেলের হোন্ডা সিআরভি নর্ডঅফ ওয়েস্টবাউণ্ড এলাকায় বামে মোড় নেওয়ার সময় গ্রে টয়োটা ক্যাম্রির সাথে ধাক্কা খায়। এলএপিডি জানায়, দুর্ঘটনার সময় ফুড কোর্টের বাইরে ওই নারী দাঁড়িয়েছিল এবং শিশুটি স্ট্রোলারে ছিল। এই সময় হোন্ডা গাড়িটি ছিটকে দুইজনের উপর উঠে যায়। শিশুর স্ট্রোলার দেয়ালের সাথে ধাক্কা খায়। আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়৷ তবে ওই নারীর সাথে শিশুর সম্পর্ক নেই। শিশুটি তার দাদা-দাদির সাথে ছিল। শিশুটির দাদা-দাদি আহত হোননি। তদন্তকারী দল জানায়, টয়োটা গাড়িটি দুর্ঘটনার পরই পালিয়ে যায়। সন্দেহভাজনদের কোনো বর্ণনা এখনো পাওয়া যায়নি। তবে হোন্ডা গাড়ির চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ জানায়, টয়োটার চালকের বিরুদ্ধে হিট-অ্যান্ড-রান এর অভিযোগ আনা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম