লস এঞ্জেলেস

দূর্নীতির অভিযোগে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ালেন সিটি কাউন্সিলম্যান রিডলি থমাস

গত সপ্তাহে সিটি কাউন্সিলম্যান মার্ক রিডলি-থমাসের বিরুদ্ধে আনা দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। সোমবার (১৮ অক্টোবর) এক চিঠিতে রিডলি থমাস বিভিন্ন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়িটি জানান। তবে তিনি পদত্যাগ করছেন না। চিঠিতে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো মোকাবিলা করবো এবং আশা করছি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবো'। গত সপ্তাহে রিডলি থমাস এবং সাবেক ইউএসসি ডিন ম্যারিলিন লুইজ ফ্লিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করা হয়েছে৷ লস এঞ্জেলেস ফেডারেল কোর্টে দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, রিডলি থমাস এবং ডিন ফ্লিন অবৈধভাবে রিডলি থমাসের ছেলেকে গ্র‍্যাজুয়েট স্কুলে ভর্তি সুবিধা, ফুল-টিউশন স্কলারশিপ ও বেতনভুক্ত প্রফেসর হিসেবে ভার্সিটিতে নিয়োগ দেন। আর রিডলি থমাস ক্যাম্পিং ফাণ্ড বাবদ ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ১ লাখ ডলার চাঁদা তুলতে সহায়তা করেছেন। অপরদিকে লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার থাকা অবস্থায় ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম এবং ফাণ্ড প্রদানের ক্ষেত্রে সহায়তা করেন থমাস। তাদের দুইজনের শুনানিই খুব শীঘ্রই লস এঞ্জেলেস আদালতে শুরু হবে। এলএবাংলাটাইমস/ওএম