লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ৫৮ কাউন্টিতেই খরা সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ার সকল কাউন্টিতে জারি করা হয়েছে খরা সতর্কতা। মঙ্গলবার (১৯ অক্টোবর) গভর্নর গেভিন নিউসাম এই নির্দেশনাটি রাজ্যজুড়ে বর্ধিত করেন। টানা দ্বিতীয় বছরের মতো রাজ্যজুড়ে রেকর্ড গরম এবং খরার প্রেক্ষিতে এই নির্দেশনাটি জারি করা হয়েছে। এই ঘোষণাটির ফলে ক্যালিফোর্নিয়া ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় ৫৮ কাউন্টির সবগুলোতে বাড়তি রিসোর্স এবং ফাণ্ডিং পাঠানো হবে। এর আগে জুলাই মাসে ৫০টি কাউন্টিতে জরুরি খরা সতর্কতা জারি করেন গেভিন নিউসাম। মঙ্গলবার (১৯ অক্টোবর) আরো আটটি কাউন্টিতে এই খরা সতর্কতা বর্ধিত করা হয়। সেগুলো হলো- ইম্পেরিয়াল, অরেঞ্জ, লস এঞ্জেলেস, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো, স্যান দিয়েগো, স্যান ফ্রান্সিসকো এবং ভেনচুরা। এক বিবৃতিতে গভর্নর অফিস জানায়, ক্যালিফোর্নিয়া ১৮০০ সাল থেকেই খরার মুখে রয়েছে। ২০২১ সালের আগস্ট মাসে রেকর্ড গরম পরেছিল। আর গত বছর পানি সংকটের ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে ছিল রাজ্যটি। মঙ্গলবারের নির্দেশনায় বাসিন্দাদের পানি ব্যবহারের ক্ষেত্রে সঞ্চয় করার পরামর্শ দিলেও কোনো আদেশ জারি করা হয়নি। গত বছর ক্যালিফোর্নিয়া আরেকটি শুষ্ক শীতকাল পার করেছে। একই সাথে তীব্র গরমের সময় রাজ্যসহ পুরো ইউএস ওয়েস্ট কোস্ট ভুগেছে। এলএবাংলাটাইমস/ওএম