লস এঞ্জেলেস

বন্ধ হতে যাচ্ছে লস এঞ্জেলেসের ১০১নং ফ্রি-ওয়ে

লস এঞ্জেলেসের ১০১নং ফ্রি-ওয়ে আগামী দুই উইকেন্ডের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সিক্সথ স্ট্রিট ভায়াডাক্টের অস্থায়ী সার্পোট ফ্রেম সরানোর জন্য ফ্রি-ওয়েটির একাংশ বন্ধ করা হবে। শুক্রবার (২২ অক্টোবর) রাত দশটা থেকে শুরু হবে বন্ধটি। ২ দশমিক ৫ মাইলের ফ্রি-ওয়েটি উভয়দিক থেকেই বন্ধ করা হবে। প্রকল্পের কারণে পশ্চিমমুখী ৬০ ফ্রিওয়ে থেকে ১০১-এ প্রবেশের পথও বন্ধ হয়ে যাবে। ফ্রিওয়ে এবং ট্রানজিশন রোডটি রবিবার দুপুর ৩টার মধ্যে পুনরায় খোলা হবে। এই বন্ধগুলি শহরের ৫৮ দশমিক ৮ কোটি ডলারের সিক্সথ স্ট্রিট ভায়াডাক্ট রিপ্লেসমেন্ট প্রকল্পের অংশ। ১০১ নং ফ্রি-ওয়ের খিলানগুলোর আর সহায়তার প্রয়োজন হবে না বলে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে। ফ্রিওয়ের একই অংশের দ্বিতীয় বন্ধ শুক্রবার, নভেম্বর ৪, রাত ১০টায় শুরু হওয়ার কথা এবং রবিবার, নভেম্বর ৬, দুপুর ৩টা পর্যন্ত চলবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ