লস এঞ্জেলেস

দাবানলের ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজারো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় হাজারো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন (SCE)। বুধবার অঞ্চলটিতে গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) লস এঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির কিছু অংশে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত “রেড ফ্ল্যাগ ওয়ার্নিং” জারি করেছে। এই সতর্কতা জানায় যে, প্রবল বাতাস, অতিরিক্ত তাপমাত্রা এবং কম আর্দ্রতা মিলিয়ে এলাকায় দাবানলের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, “যে কোনো নতুন অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।” সান্তা আনা বাতাস বুধবার সান্তা সুসানা পর্বতমালা দিয়ে ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে লস এঞ্জেলেস, ভেনচুরা, অরেঞ্জ কাউন্টি ও ইনল্যান্ড এম্পায়ারে “হিট অ্যাডভাইজরি” জারি করা হয়েছে, যা বুধবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। রিভারসাইড ও সান বার্নার্ডিনো কাউন্টির কিছু এলাকায় বিকেলের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই রেড ফ্ল্যাগ পরিস্থিতির কারণে সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কর্তৃপক্ষ দাবানল প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকটি এলাকায় Public Safety Power Shutoff (PSPS) কার্যকর করেছে, যাতে বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতি থেকে আগুনের ঝুঁকি কমানো যায়। প্রতিষ্ঠানের মুখপাত্র জেফ মনফোর্ড বলেন, “যখন প্রবল বাতাসে উড়ে আসা কোনো বস্তু বিদ্যুৎ লাইনে আঘাত হানতে পারে এমন পরিস্থিতির আশঙ্কা থাকে, তখন আগুন লাগার সম্ভাবনা রোধে আমরা অগ্রিমভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। এমন আঘাত থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে, যা বিপজ্জনক অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।” সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধের পরিসংখ্যান: লস এঞ্জেলেস কাউন্টি: ৬২ জন গ্রাহক রিভারসাইড কাউন্টি: ৯ জন গ্রাহক সান বার্নার্ডিনো কাউন্টি: ৫৮৬ জন গ্রাহক ভেনচুরা কাউন্টি: ১,৪৯৪ জন গ্রাহক ৫ মিলিয়ন গ্রাহকের মধ্যে আরও ২২,৩৬২ জনের সংযোগ বন্ধের বিষয়ে বিবেচনা চলছে, জানিয়েছে SCE-এর ওয়েবসাইট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সন্ধ্যার পর বাতাসের গতি ধীরে ধীরে কমে আসবে এবং সপ্তাহের শেষের দিকে তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম