লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য ২০১২ সালের পর সর্বোচ্চ বাড়লো

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গ্যাসের মূল্য সর্বশেষ যখন সর্বোচ্চ হয়েছিল, তখন বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। অর্থাৎ ২০১২ সালের পর গ্যাস এর মূল্য এবারই সর্বোচ্চ। বুধবার (২০ অক্টোবর) টানা নয়দিনের মতো সেল্ফ সার্ভিস রেগুলার গ্যাসোলিনের মূল্য বেড়ে হয়েছে ৪ দশমিক ৫২ ডলার। ২০১২ সালের অক্টোবরের পর লস এঞ্জেলেসে এটিই সর্বোচ্চ মূল্য। নয় দিন আগের থেকে গ্যাসোলিনের দাম বেড়েছে ৮ দশমিক ৪ সেন্ট। এক সপ্তাহ আগের থেকে বেড়েছে ৮ সেন্ট, এক মাস আগের থেকে বেড়েছে ১০ দশমিক ৫ সেন্ট এবং এক বছর আগের থেকে বেড়েছে ১ দশমিক ৩৪১ সেন্ট। এর আগে ২০১২ সালের অক্টোবরের ৯ তারিখ সর্বোচ্চ মূল্য হয়েছিল ৪ দশমিক ৭০৫ ডলার। অরেঞ্জ কাউন্টিতেও গ্যাসের গড় দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪ দশমিক ৪৯ ডলারে। তেল পরিশোধনের খরচ বেড়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ছে। গ্যাসবাডির পেট্রোলিয়াম অ্যানালাইজারের প্রধান প্যাট্রিক ডে হান বলেন, আগামী সপ্তাহগুলোতেও গ্যাস এর দাম বাড়বে। তেল পরিশোধন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আর বৈশ্বিক চাহিদা বেড়ে যাওয়ায় এই দাম বেড়েছে। এলএবাংলাটাইমস/ওএম