লস এঞ্জেলেস

পুলিশের ধাওয়ায় গাড়ি আছড়ে স্টোরে, মৃত ১, আহত ৫

ভ্যান ন্যুই এয়ারপোর্টের কাছে এক ভ্রাম্যমাণ হ্যালোইন স্টোরে গাড়ি আছড়ে পরে ১ জনের মৃত্যু ও আরো পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে৷ রাত ৮ টার পর এই দুর্ঘটনা ঘটে। নর্থ উডলি অ্যাভিনিউয়ের ৭৬০০ এলাকার একটি বানিজ্যিক ভবনে গাড়ি আছড়ে পরে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে গাড়ি আছড়ে তৎক্ষনাৎ স্টোরের ভিতর থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্য আহত পাঁচজনের জীবন নাশের হুমকি নেই। লস এঞ্জেলেস পুলিশ জানায়, কয়েক মাইল দূরে একটি টেকওভার ইভেন্ট থেকে একটি গাড়ি ধাওয়া করা হয়। হেলিকপ্টার দিয়ে ওই গাড়িকে ধাওয়া করলেও এটিকে অফিশিয়াল পারস্যুট বলছেনা কর্তৃপক্ষ। পুলিশ জানায়, চালক খুবই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একটি বাস পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ভবনে ধাক্কা খায়। দুর্ঘটনায় যেই নারীর মৃত্যু হয়েছে তার বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। পরে ঘটনাস্থল থেকে ওই গাড়ির চালককে আটক করা হয়। পুলিশ জানায় আরো এক বা দুই বছর আগে এই ব্যক্তিকে জোরে গাড়ি চালানোর অপরাধে আটক করা হয়। রাস্তায় ২০০ ফিট স্কিড মার্ক ছিল আর গাড়িটি স্টোরের ৭৫ ফুট ভিতরে প্রবেশ করে। এই দুর্ঘটনায় ভবনটির কোনো ক্ষতি হয়েছে কী না, সেটি খতিয়ে দেখছে দ্য এলএএফডি আর্বান সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট। এলএবাংলাটাইমস/ওএম