লস এঞ্জেলেস

মাইকেল জর্ডানের এক জোড়া জুতা বিক্রি হলো দেড় মিলিয়ন ডলারে!

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের এক জোড়া প্র‍্যাক্টিস শ্যু বিক্রি হলো রেকর্ড ১ দশমিক ৪৭ মিলিয়ন ডলারে। ১৯৮৪ সালে শিকাগো বুলসের প্রথম মৌসুমে এই সাদা এবং লাল নাইকি এয়ার শ্যুজগুলো ব্যবহার করেছেন। এই বছরেই নাইকি এবং জর্ডান কাপড় ও জুতার ক্ষেত্রে নাইকিকে শক্তিশালী ব্র‍্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করে। এখন পর্যন্ত স্পোর্টস জুতার মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো মাইকেল জর্ডানের এই নাইকি প্র‍্যাক্টিস শ্যু গুলো। জর্ডানকে ইতিহাসে সেরা বাস্কেটবল হিসেবে সাব্যস্ত করা হয়ে থাকে। জর্ডান শ্যুটিং গার্ড হিসেবে খেলতেন। শিকাগো বুলস এই তিনি ক্যারিয়ারের অধিকাংশ সময় ব্যয় করেছেন। তিনি সেখান থেকেই গ্লোবাল আইকনে পরিণত হোন ও এনবিএ বিশ্বব্যাপী প্রচার ও উত্থানে কাজ করেন। জর্ডান ২০০৩ সালে বাস্কেটবল থেকে অবসর নেন। এখন পর্যন্ত এনবিএ'র খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথক বিলিয়নিয়ার হিসেবে আত্মপ্রকাশ করেন। লাস ভেগাসে অনুষ্ঠিত এই নিলামের নিলামকারী প্রতিষ্ঠান সোথবে'র ব্রাম ওয়াচার বলেন, 'জর্ডানের জুতাজোড়া রেকর্ড মূল্যে বিক্রি হওয়াই নিশ্চিত করে পৃথিবীতে তাঁর অবস্থায় কোথায়। স্নিকার মার্কেটে এয়ার জর্ডান একটি আস্থার নাম'। এই জুতাজুড়া নামী সংগ্রাহক নিক ফিয়োরেলায় কাছে ছিল। নিলামের আগে ধারণা করা হচ্ছিলো জুতাগুলো ১ থেকে দেড় মিলিয়ন ডলারে বিক্রি হবে। তবে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দামে বিক্রিত ট্রেইনি শ্যু নয়। এর আগে র‍্যাপার কেনি ওয়েস্টের নাইকি এয়ার ইজ্যি ওয়ান প্রোটোটাইপ ১ দশমিক ৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এলএবাংলাটাইমস/ওএম