লস এঞ্জেলেস

নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেসগামী বিমানে বিভ্রাট, বাধ্য হয়ে জরুরি অবতরণ

নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেস এয়ারপোর্টে আসার সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে বিভ্রাট দেখা দেওয়ায় সেটি উইসকনসিনে জরুরি অবতরণে বাধ্য হয়। রবিবার (২৪ অক্টোবর) বিকালে কেবিনে ধোঁয়া দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। এই তথ্য এয়ারলাইন্স সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ডেন কাউন্টি রিজিওনাল এয়ারপোর্টের কর্মীরা নিশ্চিত করেছে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থ্রিতে স্থানীয় সময় ২টা ১৯ মিনিটে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানের যাত্রী ও ক্রু-সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটে পাইলট ও ক্রু সহ ১৯০ জন ছিল। লস এঞ্জেলেস যাত্রীদের পৌঁছে দিতে অপর আরেক বিমান নির্ধারিত করা হয়েছে৷ জরুরি ভিত্তিতে বিমান অবতরণের পর পাঁচ মিনিট রানওয়ে বন্ধ করে রাখা হয়েছিল। ত্রুটিপূর্ণ বিমানটি পরবর্তী ইনস্পেকশানের জন্য সেখানেই রাখা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স জানায়, আমরা যতো দ্রুত সম্ভব গ্রাহকদের নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। উইসকনসিনের ম্যাডিসন থেকে ৭টা ৩০ মিনিটে ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে আরেক বিমান লস এঞ্জেলেস এয়ারপোর্টের দিকে রওনা হবে। এলএবাংলাটাইমস/ওএম